নিজস্ব সংবাদদাতাঃ শনিবার জাপানের উত্তরাঞ্চলীয় প্রধান দ্বীপ হোক্কাইডোতে রিচার স্কেলে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটে হোক্কাইডোর পূর্বাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের পর কোনো সুনামির সতকতা জারি করা হয়নি তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়াও যায়নি।
তবে সূত্রের খবর, কুশিরোর কাছে প্রশান্ত মহাসাগরের ৬০ কিলোমিটার গভীরে আঘাত হানা ভূমিকম্পটির কারণে উত্তর-পূর্ব জাপান এবং পূর্ব জাপানসহ বিস্তীর্ণ অঞ্চলে সুনামির সম্ভবনা রয়েছে।