নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনে মস্কোর বাহিনীর ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাচ্ছে এমন ধারণাকে উপহাস করে দেশটির কারখানাগুলো প্রতিরক্ষা আদেশের ব্যাপক বৃদ্ধি মোকাবেলায় সার্বক্ষণিক কাজ করছে। মেদভেদেভ বলেন, "মস্কো কিছু কারখানায় সামরিক উৎপাদন দশ গুণ বাড়িয়েছে এবং সুবিধা অর্জনের প্রচেষ্টায় ইউক্রেনের দিক থেকে রুশ নিয়ন্ত্রিত এলাকায় নিক্ষেপ করা অস্ত্র নিবিড়ভাবে অধ্যয়ন করছে।