নিজস্ব সংবাদদাতাঃ অল্প খরচে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন। তবে আজই তৈরি হয়ে ঘুরে আসতে পারেন নেপাল থেকে।
/)
হিমালয় ঘেরা এই ছোট্টো দেশ আপনার মন জয় করে নেবে অনায়াসেই। তবে পর্বত ছাড়াও নেপালে দেখার রয়েছে বহু স্থাপত্য। নেপালের রাজধানী শহর কাঠমান্ডু গেলেই দেখতে পাবেন এই সকল স্থাপত্য গুলি কে।
পশুপতিনাথ মন্দির
/)
স্বয়ম্ভূনাথ স্তুপ
/)
বৌদ্ধনাথ স্তুপ
/)
কোপান মনেস্ট্রি
/)
সিংহ দরবার
/)
এছাড়াও কাঠমান্ডু শহর জুড়ে রয়েছে নানা পর্যটন স্থান।