নিজস্ব সংবাদদাতাঃ শনিবার দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অমিত শাহের ডেপুটিকে এদিন কালো পতাকা দেখানো হয়। সেইসঙ্গে নিশীথ প্রামাণিকের কনভয় লক্ষ্য করে বোমা, পাথর, গুলি চালানোর অভিযোগ উঠেছে। এদিকে এই ঘটনাকে ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। যদিও তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার দাবি করেছেন, 'বাংলাকে অশান্ত করতে বিজেপি ষড়যন্ত্র করছে।'