বর্ষাকালে চুল পড়ে যাচ্ছে! এই টিপস গুলি মেনে চলুন

author-image
Harmeet
New Update
বর্ষাকালে চুল পড়ে যাচ্ছে! এই টিপস গুলি মেনে চলুন

​নিজস্ব সংবাদদাতাঃ বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় চুল রুক্ষ হয়ে যাওয়ার পাশাপাশি চুল পড়ে যাওয়া থেকে শুরু করে হাজারো সমস্যা দেখা যায়। তাই বর্ষাকালে চুলের বিশেষ যত্ন নিতে হয়। বর্ষাকালে স্ক্যাল্পের উপর আলাদা একটা আস্তরণ তৈরি হয়। যার থেকে খুশকির সমস্যা দেখা যায়। বর্ষাকালে চুল শুকাতেও সময় লাগে। ভেজা বা আধভেজা চুল থেকে ইনফেকশন বা চুলকানির মতো সমস্যারও সৃষ্টি হয়। ঘরোয়া উপায় এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জানুন কীভাবে, 

১) মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। 

২) শ্যাম্পুর করলে চুল রুক্ষ হয়ে যায়। তাই অবশ্যই শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন। 

৩) নিয়মিত চুলে ওয়েল ম্যাসাজ করুন। 

৪) মাথার স্ক্যাল্পে অ্যালোভেরা জেল লাগান। ১৫-২০ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। 

৫) ফল ও ভিটামিন সমৃদ্ধ খাবার খান।