নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশ বিধানসভায় রামচরিতমানস বিতর্কের জবাবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার সমাজবাদী পার্টিকে আক্রমণ করে বলেন, "যদি অন্য ধর্ম ও বিশ্বাসের ধর্মগ্রন্থকে অপমান করা হত তবে কী হত?" যোগী অভিযোগ করেন, দলটি ভারত ও বিশ্বজুড়ে হিন্দু সম্প্রদায়কে 'অপমান' করার চেষ্টা করছে এবং চলতি মাসের শুরুতে লখনউতে শেষ হওয়া গ্লোবাল ইনভেস্টরস সামিটে বিতর্ক তৈরি করেছে। যোগী বলেন, "গ্লোবাল ইনভেস্টরস সামিট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সমাজবাদী পার্টি তুলসী দাসজিকে নিয়ে রামচরিতমানস বিতর্ক শুরু করে। কিছু লোক রামচরিতমানসকে ছিঁড়ে ফেলার চেষ্টা করেছিল। একই ঘটনা যদি অন্য কোনো ধর্মের ক্ষেত্রেও ঘটত, তাহলে কী হতো? এর মানে কি এই যে, যারা হিন্দুদের অপমান করতে চায়, তারা তা করতে পারে? আপনি সমগ্র হিন্দু সম্প্রদায়কে অপমান করতে চান।" মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মগ্রন্থের লাইনগুলি পড়ে শোনান এবং শব্দগুলোর অর্থ ব্যাখ্যা করেন। তিনি বলেন, "শুদ্র মানে শ্রমিক শ্রেণী। আম্বেদকরজি দলিত সম্প্রদায়কে শুদ্র না বলার কথা বলেছেন। আম্বেদকরের প্রতি আপনার আচরণ সারা বিশ্বের কাছে সুপরিচিত। তার নামে থাকা প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করা হয়। নারী মানে মহিলা। আপনারা কি রামচরিতমানস পুড়িয়ে ভারত ও বিশ্বে বসবাসরত হিন্দুদের অপমান করছেন না?"