নিজস্ব সংবাদদাতাঃ খালিস্তানি নেতা ও ওয়ারিস দে পাঞ্জাবের প্রধান অমৃতপাল সিং ও তাঁর সহযোগী লাভপ্রীত সিংকে ঘিরে সরগরম হয়ে উঠেছে পাঞ্জাব। খালিস্তানি নেতা লাভপ্রীত সিংকে মুক্তি দেওয়ার ঘটনাকে মোটেই ভালো চোখে দেখছেন না রাজ্যবাসী থেকে শুরু করে বহু মানুষ। এই ঘটনায় মুখ পুড়েছে ক্ষমতাসীন দল আম আদমি পার্টির। সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ড হয়ে গিয়েছে 'পাঞ্জাব বাঁচাও।' একজন টুইটার ব্যবহারকারী খালিস্তানি সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, '২০২৪ সালে পাঞ্জাবকে তার জনগণ রক্ষা করতে পারে। অন্য আর একজন লিখেছেন, 'আম আদমি পার্টিকে সুযোগ দিয়ে পাঞ্জাবের কী হাল হয়েছে তা সকলেই দেখতে পাচ্ছেন।' অনেকেই আবার পাঞ্জাবে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি তুলেছেন।