নিজস্ব সংবাদদাতাঃ শনিবার নকশালদের সঙ্গে গুলির লড়াইয়ে ৩ নিরাপত্তারক্ষী প্রাণ হারিয়েছেন ছত্তিশগড়ের সুকমায়। এবার এই ঘটনায় দুঃখপ্রকাশ করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি টুইটে লেখেন, 'বস্তারের সুকমা জেলার জাগরগুন্ডায় নকশালদের সঙ্গে এনকাউন্টারে আমাদের তিন সাহসী জওয়ানের শহিদ হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। ঈশ্বর তাঁদের আত্মাকে শান্তি দিক এবং শহিদদের পরিবারের সদস্যদের শক্তি দিক। এই দুঃখে আমরা সবাই একসাথে আছি। তাদের মৃত্যু বৃথা যাবে না।'