ভুয়ো মাওবাদী সেজে টাকা তোলার অভিযোগে গ্রেফতার সাত

author-image
Harmeet
New Update
ভুয়ো মাওবাদী সেজে টাকা তোলার অভিযোগে গ্রেফতার সাত

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ মাওবাদীদের নাম করে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার পুলিশ সাতজনকে গ্রেফতার করে ঝাড়গ্রাম আদালতে তুলেছে। জানা গেছে, মাওবাদীদের নাম করে হুমকি দিয়ে একটি চক্র এলাকা থেকে টাকা তুলছিল। পুলিশ এর আগেও কিছু লোককে এই ধরনের ঘটনায় গ্রেফতার করেছিল। সূত্রে খবর, পুরনো অভিযুক্তদের কাছ থেকে এই চক্রের হদিস পায় পুলিশ। বেলপাহাড়ি থানার লালজল থেকে কার্তিক শবর, ভুলাভেদা থেকে কমল সর্দার, লালজল থেকে শশাঙ্ক সর্দার ও বাঁকুড়া জেলার ঝিলিমিলি থেকে দামু মহান্তি, পুতলাডাঙ্গা থেকে বারিক পাল ও বারিকুল থেকে রাজীব পাল সহ মোট সাত জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের মধ্যে কার্তিক সবর একটি হোস্টেলের ইনচার্জ ও দামু মহান্তি ঝিলিমিলি এলাকার রেশন ডিলার। মাওবাদীদের নাম করে হুমকি দিয়ে টাকা তোলা, মাওবাদী পোস্টার লেখা সহ একাধিক অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। অভিযুক্ত সাতজনকে ঝাড়গ্রাম আদালতে তোলে পুলিশ। অভিযুক্ত সাতজনের মধ্যে পাঁচজনকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বেলপাহাড়ি থানার পুলিশ। এই ঘটনায় বেলপাহাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।