নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশে গিয়ে এবার কংগ্রেস সরকারকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, 'কংগ্রেস সরকারের আমলে আদিবাসীদের বাড়িতে শৌচাগার ছিল না। তবে মোদী সরকারের আমলে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন হয়েছে। স্বাস্থ্য, শৌচাগার, বিনামূল্যে টিকা এবং স্কুলের মতো সুযোগ-সুবিধা আদিবাসী সম্প্রদায়কে দেওয়া হয়েছে।'