নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আর আজ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন। আজ ইংরেজি পরীক্ষা রয়েছে। এদিকে দ্বিতীয় দিনের পরীক্ষা নিয়ে বিস্ফোরক টুইট করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি টুইট করেন, 'আজ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকেই এবারের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে।' এদিকে সুকান্ত মজুমদারের এহেন টুইট ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে।