'শেরশাহ'এর সাফল্যে আপ্লুত প্রযোজক করণ জোহার, কী লিখলেন সোশ্যাল মিডিয়ায়

author-image
Harmeet
New Update
'শেরশাহ'এর সাফল্যে আপ্লুত প্রযোজক করণ জোহার, কী লিখলেন সোশ্যাল মিডিয়ায়

​নিজস্ব সংবাদদাতাঃ মুক্তির পর থেকে দর্শকের দারুন সারা পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডভানি অভিনীত ছবি 'শেরশাহ"। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে শহিদ ক্যাপ্টেন বিক্রম বত্রার জীবন অবলম্বনে নির্মিত এই ছবি দর্শকদের মন জয় করেছে। ছবির অসাধারণ সাফল্যের জন্যে প্রযোজক করণ জোহার ধন্যবাদ জানিয়েছেন সিদ্ধার্থ, কিয়ারা সহ ছবির সকল অভিনেতাদের। যাদের ছাড়া এই ছবি তৈরি সম্ভব ছিল না।