'দেশদ্রোহী নেতাকে বরখাস্ত করুন,' আরজেডি নেতার বিরুদ্ধে সরব কেন্দ্রীয় মন্ত্রী

author-image
Harmeet
New Update
'দেশদ্রোহী নেতাকে বরখাস্ত করুন,' আরজেডি নেতার বিরুদ্ধে সরব কেন্দ্রীয় মন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ সেনাবাহিনী নিয়ে বিহারের এক মন্ত্রীর বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। শুক্রবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আরজেডি নেতা ও রাজ্যের মন্ত্রী সুরেন্দ্র যাদবকে বরখাস্ত করার দাবি জানান কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই জানান, 'ক্যাবিনেট মন্ত্রী হিসাবে সুরেন্দ্র যাদবের বক্তব্য অত্যন্ত আপত্তিকর। আমাদের সেনাবাহিনী নিজেদের সাহসিকতার জন্য পরিচিত। এই ধরনের বোকামিপূর্ণ ও আপত্তিকর মন্তব্যের পরেও সুরেন্দ্র যাদবের মন্ত্রী পদে বহাল থাকা মানে সেনাবাহিনীকে অপমান করা।' উল্লেখ্য, সম্প্রতি আরজেডি মন্ত্রী সুরেন্দ্র যাদব অগ্নিবীরদের 'হিজড়া' বলে অভিহিত করেন। সুরেন্দ্র যাদব বলেন, 'ভারতীয় সেনাবাহিনীর নাম হবে- হিজড়াদের সেনাবাহিনী।'