নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার ইউক্রেনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। এবার বাইডেন প্রশাসন আশা করছে শুক্রবার চীন ইউক্রেনের জন্য শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করবে। পররাষ্ট্র দফতরের কর্মকর্তা ভিক্টোরিয়া নুল্যান্ড জানিয়েছেন, এই বিষয়ে চীনের প্রস্তাবের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অপেক্ষা করছে। উল্লেখ্য, ইতিমধ্যেই ইউক্রেন ও রাশিয়ায় শান্তি ফিরিয়ে আনার বিষয়ে বার্তা দিয়েছে চীন।