CRPF-এর ৪ টি সেক্টরের প্রথম মহিলা অফিসার হলেন চারু সিনহা

author-image
Harmeet
New Update
CRPF-এর ৪ টি সেক্টরের প্রথম মহিলা অফিসার হলেন চারু সিনহা

নিজস্ব সংবাদদাতাঃ আবারও মহিলা শক্তির জয়জয়কার। কারণ হায়দ্রাবাদের দক্ষিণাঞ্চলে সিআরপিএফ-এর চারটি জোনের ইন্সপেক্টর জেনারেল (আইজি) হলেন দাপুটে চারু সিনহা। এর ফলে চারু প্রথম মহিলা অফিসার হিসেবে এই পদে অধিষ্ঠিত হলেন। চারু সিনহা এর আগে ২০২০ সালে শ্রীনগর সেক্টরে সিআরপিএফ-এর আইজি হিসাবে নিযুক্ত প্রথম মহিলা অফিসার হয়েছিলেন। 






২০২০ সালে চারু একটি বড় মাইলফলক অর্জন করেছিলেন এবং শ্রীনগর সেক্টরে সিআরপিএফ আইজি হয়েছিলেন। তথ্য অনুযায়ী, চারু সিনহা গত দুই বছরে অনেক জঙ্গি নির্মূল করার কাজ করেছেন। তিনি ৬৯ টি বিদ্রোহ বিরোধী অভিযানে নেতৃত্ব দিয়েছেন এবং ২০ জনেরও বেশি জঙ্গিকে নিকেশ করেছিলেন। চারুর নেতৃত্বেই লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার সেলিম পারে ২০২২ সালে নিহত হয়। শুধু তাই নয়, তিনি বিহারে মাওবাদী বিরোধী অভিযানেও জড়িত ছিলেন।