নিজস্ব সংবাদদাতা: কম্বোডিয়ায় ২০১৪ সালের পর প্রথমবারের মতো এইচ৫এন১ সংক্রমণে আক্রান্ত হয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। বিশ্বব্যাপী বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সংক্রামিত হাঁস-মুরগির সাথে সরাসরি যোগাযোগ জড়িত, তাই বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর সংক্রমণ এবং ভাইরাসটি মানুষের মধ্যে আরও সহজে ছড়িয়ে পড়ার সম্ভাবনা সম্পর্কে উদ্বেগ দেখা দিয়েছে।