মাধ্যমিকের জন্য চলবে স্পেশাল বাস, বাড়তি পরিষেবা মেট্রো ও ট্রেনের

author-image
Harmeet
New Update
মাধ্যমিকের জন্য চলবে স্পেশাল বাস, বাড়তি পরিষেবা মেট্রো ও ট্রেনের

নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিক পরীক্ষার জন্য এবার একাধিক রুটে বিশেষ বাস চালানো হবে। সেইসঙ্গে মেট্রো এবং রেলের তরফেও বাড়তি পরিষেবা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ব্যারাকপুর থেকে হাওড়া স্টেশন।

ডানলপ থেকে বালিগঞ্জ স্টেশন।

দক্ষিণেশ্বর থেকে বালিগঞ্জ স্টেশন।

চেতলা থেকে পাইকপাড়া।

কাঁকুড়গাছি থেকে বেহালা।

যাদবপুর থেকে হাওড়া স্টেশন।

গড়িয়া থেকে হাওড়া স্টেশন।

কুঁদঘাট থেকে দক্ষিণেশ্বর।

সরশুনা থেকে হাওড়া স্টেশন।

ঠাকুরপুকুর থেকে শিয়ালদা।

নিউটাউন থেকে শিয়ালদা।

এয়ারপোর্ট থেকে এসপ্ল্যানেড।

বারুইপুর, আমতলা, জোকা, পৈলান থেকে কলকাতার উদ্দেশে বিশেষ বাস চালানো হবে। ফিরতি পথেও বাস চলবে। ঘটকপুকুর, বাদুড়িয়া, বারাসত, অশোকনগর, হাবড়া থেকে কলকাতায় আসার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। ফিরতি পথেও বাস মিলবে। ডানকুনি থেকেও কলকাতামুখী বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। ফিরতি পথেও বাস পাওয়া যাবে। মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে এবং পরে পাঁচ থেকে ছয় মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সেরকমভাবে মেট্রো চলাচল করবে। সেইসঙ্গে শনিবার (২৫ ফেব্রুয়ারি এবং ৪ মার্চ) আটটি স্পেশাল মেট্রো চালানো হবে। মাধ্যমিকে পরীক্ষার্থীদের জন্য কয়েকটি ট্রেনের বাড়তি স্টপেজ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।