ভ্রমণে মায়াপুর, আধ্যাত্মিকতার সন্ধানে

author-image
Harmeet
New Update
ভ্রমণে মায়াপুর, আধ্যাত্মিকতার সন্ধানে

​নিজস্ব সংবাদদাতাঃ চারিদিকের বর্তমান পরিস্থিতি ক্রমেই ভারাক্রান্ত করে তুলছে আমাদের মন। তার ওপর লকডাউনের ফলে দীর্ঘদিন ঘরে বসে থেকে আধ্যাত্মিকতার টানে মন ব্যাকুল হয়ে ওঠা স্বাভাবিক। আপনারও কি একই হাল? তবে এইবার পরিস্থিতি ঠিক হলে ঘুরে আসতে পারেন মায়াপুর থেকে। মনে করা হয় মায়াপুর অত্যন্ত পবিত্র একটি তীর্থস্থান। যা ভ্রমণ প্রেমী মানুষদের অনায়াসেই আকর্ষণ করে। এখানে আসলে আপনার মন পূর্ণ হবে প্রশান্তিতে। একদিনের ট্যুরের জন্য বেশ ভালো এই স্থান।


5 Best Places to Visit in Mayapur- City of Spiritual Bliss


ISKCON News: Temple of the Vedic Planetarium Opening Date Deferred <Article>


 আকর্ষণীয় দর্শন- মায়াপুরের ইসকন ও বিভিন্ন মন্দির সহ এখানে দেখতে পাবেন। গঙ্গা ও জলঙ্গি নদীর পাশাপাশি প্রবাহ। দুটি নদী পাশাপাশি প্রবাহিত হলেও দুটি নদীর জল কখনই একসঙ্গে মিলিত হয় না।


Tirtha Yatra - The sangam of Rivers Jalangi and Ganga at... | Facebook

 
India Travel | Forum: West bengal - Visit mayapur

যাত্রাপথ- রেলপথে হাওড়া থেকে ব্যান্ডেল কাটোয়া লাইনে নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া ষ্টেশনে নেমে টোটো করে যেতে হবে ফেরি ঘাট। সেখান থেকে নদী পেরলেই পৌঁছে যাবেন মায়াপুরে। এছাড়াও কৃষ্ণনগর থেকে বাসে করেও এখানে আসা যায়।