নিজস্ব সংবাদদাতাঃ করোনাকালে প্রান ভরে নিঃশ্বাস নেওয়ার জন্যে সবাই বেড়াতে যেতে চাইছে। তার জন্যে বেছে নিচ্ছে কাছের সমুদ্র সৈকত দীঘা। ফলে লোকের ভিড় বাড়ছে দীঘার সমুদ্র সৈকতে। ভিড় ঠেলাঠেলি করতে পছন্দ না করলে, নিরিবিলিতে কাটিয়ে আসুন মন্দারমনি, তাজপুর, উদয়পুর কিংবা শঙ্করপুর। তবে করোনাকালে সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার আগে অবশ্যই করোনার দুটি টিকার শংসাপত্র সঙ্গে রাখুন, কিংবা যাওয়ার দুদিন আগে করা কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট। এই দুটির একটিও না থাকলে, থাকার জন্যে ঘর পাবেন না।