নিজস্ব সংবাদদাতাঃ একনাথ শিন্ডে গোষ্ঠীকে প্রকৃত শিবসেনা হিসাবে স্বীকৃতি দিয়েছিল নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে উদ্ধব ঠাকরের গোষ্ঠী দায়ের করেছিল পিটিশন। যা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এদিকে নির্বাচন কমিশনের আদেশের বিরুদ্ধে উদ্ধব ঠাকরের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট একনাথ শিন্ডে শিবিরকে নোটিশ জারি করেছে। শীর্ষ আদালত শিন্ডে শিবিরকে এই পিটিশনের জবাব দাখিল করতে বলেছে। এ জন্য আদালত তাদের দুই সপ্তাহ সময় দিয়েছে। শুনানির সময় নোটিশ জারি করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ ইসির সিদ্ধান্ত স্থগিত করতে অস্বীকার করেছে। বিচারপতি বলেছেন, 'আমরা কমিশনের সিদ্ধান্ত স্থগিত করতে পারি না। এ জন্য আমাদের উভয় পক্ষের যুক্তি শুনতে হবে।'
Supreme Court issues notice to Eknath Shinde camp on the petition filed by Uddhav Thackeray against the Election Commission order, SC asks Shinde camp to file a reply to the petition. #ShivSena pic.twitter.com/wn7MaVZf3I
— ANI (@ANI) February 22, 2023