নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ে ফের আইইডি বিস্ফোরণ। বুধবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়ার বোডলি ও নয়াপাড়া এলাকায় মহড়ার সময় পুলিশ ও সিআরপিএফের ১৯৫ তম ব্যাটালিয়নের একটি যৌথ দল প্রায় ৪ কেজি ওজনের একটি আইইডি উদ্ধার করে। এরপর বোম্ব ডিসপোজাল স্কোয়াডের বিশেষজ্ঞদের সহায়তায় দলটি ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটিয়ে এর নিষ্পত্তি নিশ্চিত করে।