ইসলামিক জিহাদের সদস্যকে ২২ মাসের কারাদণ্ড দিল ইসরায়েল

author-image
Harmeet
New Update
ইসলামিক জিহাদের সদস্যকে ২২ মাসের কারাদণ্ড দিল ইসরায়েল

নিজস্ব সংবাদদাতাঃ ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গত বছর গাজায় তিনদিনের তীব্র লড়াই শুরু করার পর ইসলামিক জিহাদ জঙ্গি গোষ্ঠীর এক সদস্যকে ২২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অতিরিক্ত সাজা স্থগিত এবং ক্ষতিপূরণের আদেশ দেওয়ার আবেদনের অংশ হিসাবে বাসাম আল-সাদিকে এই সাজা দেওয়া হয়েছে। আল-সাদিকে অবৈধ মেলামেশা, উস্কানি এবং ছদ্মবেশের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারের সময় ৬২ বছর বয়সী আল-সাদি অন্যান্য সন্দেহভাজনদের সঙ্গে গাজায় ইসলামিক জিহাদের এক সদস্যের কাছ থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে দলটির 'ছাত্র শাখার মধ্যে' কার্যক্রম এগিয়ে নিতে কাজ করতেন। গত আগস্টে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।