নিজস্ব সংবাদদাতাঃ বেইজিং রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করছে এমন খবরের বিষয়ে জানতে চাইলে লভিভের ডেপুটি মেয়র সেরহি কিরাল বলেন, চীনের উচিত ইউক্রেন যুদ্ধে জড়ানো থেকে বিরত থাকা। তিনি বলেন, 'চীনের উচিত তাদের নিজস্ব ব্যবসায়িক ও জাতীয় স্বার্থের কথা মাথায় রাখা এবং বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা জোরদার করা, অন্তত যে আখ্যান নিয়ে তারা বহু বছর ধরে কথা বলে আসছে। রাশিয়ার এই সম্ভাব্য সমর্থন থেকে তাদের দূরে থাকা উচিত।' তিনি বলেন, "যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে যে রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের মাধ্যমে যে কোনো উত্তেজনা বৃদ্ধি চীনের অর্থনীতি ও ভবিষ্যতের জন্য রেডলাইন অতিক্রম করবে এবং প্রকৃতপক্ষে অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনবে।"