নিজস্ব সংবাদদাতাঃ ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাও পাওলো রাজ্যের উপকূলীয় এলাকায় ভারী বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। সপ্তাহান্তে ব্যাপক বৃষ্টিপাতের কারণে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকূলীয় শহরগুলোতে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। সরকার জানিয়েছে, প্রায় আড়াই হাজার মানুষ এখনও বাস্তুচ্যুত বা গৃহহীন রয়েছে, উদ্ধার কাজ চলছে। এছাড়া সাও সেবাস্তিয়াও শহরে ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।