১০১.৭ কেজি সোনা বাজেয়াপ্ত করল ডিআরআই

author-image
Harmeet
New Update
১০১.৭ কেজি সোনা বাজেয়াপ্ত করল ডিআরআই

নিজস্ব সংবাদদাতাঃ অর্থ মন্ত্রক জানিয়েছে, সারা ভারত জুড়ে অভিযান চালিয়ে রাজস্ব গোয়েন্দা অধিদফতর (ডিআরআই) নেপাল সীমান্ত দিয়ে পরিচালিত সুদানী নাগরিকদের একটি স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সন্ধান পেয়েছে। ডিআরআই পাটনা, পুনে এবং মুম্বইয়ে অভিযান চালিয়ে ৫১ কোটি টাকা মূল্যের ১০১.৭ কেজি সোনা বাজেয়াপ্ত করেছে। জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা সোনা ভারত-নেপাল সীমান্ত দিয়ে পাটনায় আনা হয়েছিল এবং তারপরে ট্রেন বা বিমানের মাধ্যমে দেশের বিভিন্ন অংশে, বিশেষত মুম্বইয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।