নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই'র সঙ্গে কথা বলেছেন। পাত্রুশেভ বলেন, "আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়া-চীন সমন্বয়ের গভীরতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা রাশিয়ার পররাষ্ট্রনীতির জন্য নিঃশর্ত অগ্রাধিকার।" তিনি আরও বলেন, "রাশিয়া ও চীনের মধ্যকার সম্পর্ক নিজেদের মধ্যে মূল্যবান এবং এটি বাহ্যিক সংঘাতের অধীন নয়।"