নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশা সরকার মঙ্গলবার কলিঙ্গ স্টেডিয়ামের বিজু পট্টনায়েক ভারোত্তোলন হলে খেলো ইন্ডিয়া যুব গেমসে পদক বিজয়ীদের সংবর্ধনা দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী তুষারকান্তি বেহেরা, হকি প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান দিলীপ তির্কি এবং যুগ্ম সচিব শৈলেন্দ্র জেনা। ওড়িশাকে গর্বিত করা পদক বিজয়ীদের হাতে মোট ১,৮৫,২২,৫০০ টাকা তুলে দেওয়া হয়েছে। ওড়িশার ক্রীড়াবিদরা কেআইওয়াইজি ২০২২-এ ১১ টি স্বর্ণ, আটটি রৌপ্য এবং ১১ টি ব্রোঞ্জ সহ ৩০ টি পদক জিতেছিলেন। স্বর্ণপদক বিজয়ীরা ১ লাখ টাকা, রৌপ্যপদক জয়ীরা ৭৫ হাজার টাকা এবং ব্রোঞ্জ জয়ীরা ৫০ হাজার টাকা করে পাবেন।