নিজস্ব সংবাদদাতা: কুকুরকে আমরা মানুষের খুব কাছের বন্ধু বলে মনে করে থাকি। কিন্তু সেই কুকুরই যে মানুষের প্রাণ নিয়ে নিতে পারে তা আমরা কল্পনাও করতে পারি না। মানুষের পরম বন্ধুর হাতে শেষ হয়ে গেল আরেকটি তরতাজা প্রাণ। সম্প্রতি হায়দ্রাবাদের একটি হাউজিং সোসাইটিতে চার বছরের এক শিশুকে আক্রমণ করে রাস্তার কুকুর। গুরুতর আহত ছেলেটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। ভয়াবহ এই ঘটনার সিসিটিভি ফুটেজ এখন সামনে এসেছে। ভিডিওতে দেখা যায়, রাস্তার কুকুরের একটি দল তাকে আক্রমণ করে। ছেলেটিকে পালানোর চেষ্টা করতে দেখা যায় কিন্তু কোনও লাভ হয়নি। সূত্রের খবর, শিশুটির বাবা গঙ্গাধর যে হাউজিং কমপ্লেক্সে এই ঘটনা ঘটেছে, সেখানে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন। তারা জানান, শিশুটির চিৎকার শুনে বাবা ছুটে এসে শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গঙ্গাধর তার পরিবারের সাথে নিজামাবাদ থেকে কাজের জন্য হায়দ্রাবাদে চলে আসেন। গঙ্গাধর যে অ্যাপার্টমেন্টে কাজ করছিলেন, সেই অ্যাপার্টমেন্টের কম্পাউন্ডে খেলার সময় রবিবার রাস্তার কুকুরগুলি তাকে নৃশংসভাবে আক্রমণ করে।