নিজস্ব সংবাদদাতাঃ ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট (এনজিআরআই) মঙ্গলবার হিমালয় অঞ্চলে ভয়ংকর ভূমিকম্পের আশঙ্কার কথা জানিয়েছে। অদূর ভবিষ্যতে উত্তরাখণ্ড এবং নেপালে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হিমাচলকে নিয়েও রয়েছে শঙ্কা। এনজিআরআই-এর প্রধান ডঃ এন পূর্ণচন্দ্র রাও জানিয়েছেন, 'পৃথিবী পৃষ্ঠে বিভিন্ন প্লেট রয়েছে যা ক্রমাগত গতিশীল থাকে। ভারতীয় প্লেট প্রতি বছর প্রায় ৫ সেন্টিমিটার নড়াচড়া করে। যার ফলে হিমালয় বরাবর চাপ পুঞ্জীভূত হয়।'