নিজস্ব সংবাদদাতাঃ এবার যোগী রাজ্যের পথেই হাঁটল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি নষ্ট হলে অভিযুক্তের সম্পত্তিই নিলামে তোলা হবে। মঙ্গলবার বিধানসভায় সম্পত্তি নষ্টের আইনে এমনটাই সংশোধন আনল সরকার। আর এই আইন অনুযায়ী, অভিযুক্তের সম্পত্তি নিলাম করে দিতে হবে ক্ষতিপূরণ। দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার বিলের সংশোধনী পাস হয়েছে। জানা গিয়েছে, এবার থেকে ২ মাসের মধ্যে আবেদনের ভিত্তিতে ৬ মাসে নিলামের প্রক্রিয়া শুরু করতে হবে। বিজেপির অভিযোগ, 'বিরোধীদের আন্দোলনকে কণ্ঠরোধ করতে এই সংশোধনী করা হয়েছে। বিরোধীদের ফাঁসানোর চেষ্টা হতে পারে।' যদিও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পাল্টা দাবি, 'আন্দোলন করা মানেই কি ভাঙচুর করা? জনস্বার্থে এই সংশোধনী করা হয়েছে।'