নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহার থেকে কলকাতার বিমান পরিষেবা ঘিরে তৃণমূল-বিজেপির সংঘাত চরমে উঠেছে। এই বিমান পরিষেবা প্রসঙ্গে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ জানান, 'দীর্ঘ প্রতীক্ষার পর কলকাতা-কোচবিহার রুটের বিমান চলাচল শুরু হতে যাচ্ছে। তার প্রয়োজনীয় যা যা ব্যবস্থা করার রাজ্য সরকারের তরফে করা হয়েছে। রাজ্য সরকারের তরফে পাঁচজন প্রতিনিধি আজ যাওয়ার কথা ছিল ওই বিমানে। তবে বিজেপি বলেছে ওরা জোর করে বিমানের সমস্ত আসনই নেবে। তাদের ৯ জন লোক যাবে। এই অবস্থা দেখে আমরা নিজেরাই ওই বিমানে ওঠার পরিকল্পনা প্রত্যাহার করেছি।' এদিকে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা পাল্টা দাবি করেন, 'বিমানে কে যাবেন আর কে যাবেন না সেটা ব্যক্তিগত বিষয়। আমরা তো কাউকে জোর করে নিয়ে যেতে পারি না। কিন্তু আমাদের ওনারা সবসময় জ্ঞান দেন, সকলকে সব কাজে সহযোগিতা করতে হবে। এটা একটা ভাল কাজ হচ্ছে, সেখানে ওনাদের সহযোগিতা করা উচিত। সঙ্গে যাওয়া উচিত। তৃণমূল নিম্নমানের রাজনীতি করছে।'
কোচবিহার-কলকাতার মধ্যে উড়ান পরিষেবা নিয়ে বিজেপি-তৃণমূলের সংঘাত চরমে
New Update