নিজস্ব সংবাদদাতাঃ 'মেলস হোল' নামে একটি গর্ত যার কোন শেষ নেই। এই গর্তে কিছু ফেললেও শব্দ হয় না। এমন কি গর্তের মুখে দাঁড়িয়ে জোরে শব্দ করলেও তা প্রতিফলিত হয় না। ওয়াশিংটনের এলনসবার্গে এই গর্তটির অবস্থিত। কথিত আছে এই গর্তটি মেল ওয়াটার নামে এক আমেরিকান ব্যক্তির জমির অংশ বিশেষ। এই গর্তের মধ্যে কোনো কিছু ফেললে শব্দ আসতো না। তাই সব বাসিন্দাদের ধারণা এই গর্তের কোনো শেষ নেই। তাঁদের ধারণা এটা হয়ত নরকের দরজা।
আরও খবরঃ http://anmnews.in/?p=216437 / http://anmnews.in/?p=216434
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm