আদালত চত্ত্বরে বিক্ষোভের মধ্যে দিয়ে কর্মবিরতির ডাক পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির

author-image
Harmeet
New Update
আদালত চত্ত্বরে বিক্ষোভের মধ্যে দিয়ে কর্মবিরতির ডাক পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা দায়রা আদালত চত্ত্বরে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। কর্মীদের মূলত দাবি, রাজ্য সরকারকে দ্রুত ডিএ প্রদান করতে হবে। তা না হলে অবিলম্বে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

 





কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ফারাক রয়েছে ৩২ শতাংশ। রাজ্য সরকার যদিও ৩ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করেছে। আর এরই প্রতিবাদে সোমবার ও মঙ্গলবার পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি মেদিনীপুর জেলা আদালতে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করে। আদালত কর্মচারী সমিতির পশ্চিম মেদিনীপুর শাখার সম্পাদক হরিপদ গিরি বলেন, 'আদালতের কর্মচারীগণ শান্তি শৃঙ্খলা বজায় রেখে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। আদালতে দূর-দূরান্ত থেকে আসা মানুষের যাতে কোনও ক্ষতি না হয় এমনকি তারা আদালতে সুষ্ঠুভাবে বিচার পায় সেদিকে লক্ষ্য রেখে শান্তি ভাবে অবস্থান বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছি আমরা। আমাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামবো।' ​