নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার ভারতের ইউপিআই এবং সিঙ্গাপুরের পে-নাওয়ের মাধ্যমে আন্তঃসীমান্ত সংযোগের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। উভয় দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী বলেন, "আজ ইউপিআই ভারতে সবচেয়ে পছন্দের পেমেন্ট সিস্টেম হয়ে উঠেছে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) এবং সিঙ্গাপুরের 'PayNow'-এর সংযোগ ভারত-সিঙ্গাপুর সম্পর্কের জন্য একটি নতুন মাইলফলক"।