নিজস্ব সংবাদদাতাঃ নার্কো সন্ত্রাসবাদকাণ্ডে মঙ্গলবার জম্মু কাশ্মীরের বহু স্থানে চলছে তল্লাশি অভিযান। জানা গিয়েছে, রাজ্য তদন্ত সংস্থা বা এসআইএ এদিন স্থানীয় পুলিশ এবং সিআরপিএফের সহায়তায় পাঁচটি স্থানে অভিযান চালায়। নার্কো সন্ত্রাসবাদ মামলায় বারামুল্লা, অনন্তনাগ, পুলওয়ামা, বুদগাম ও সোপোর জেলায় তল্লাশি চালানো হচ্ছে যৌথ দলের তরফে।