নিজস্ব সংবাদদাতা: বাজেট অধিবেশন চলাকালীন উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। এবার বাজেট অধিবেশন চলাকালীন বিশেষাধিকার লঙ্ঘনের অভিযোগের পরে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর ১২ জন বিরোধী সাংসদের নাম রাজ্যসভার বিশেষাধিকার কমিটিতে উল্লেখ করেছেন। কমিটি পরীক্ষা ও তদন্ত করে চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দেবে। সাংসদদের মধ্যে রয়েছেন সঞ্জয় সিং, শক্তিসিংহ গোহিল, সুশীল কুমার গুপ্ত, সন্দীপ কুমার পাঠক, নারানভাই জে. রাথওয়া, সৈয়দ নাসির হুসেন, কুমার কেতকার, ইমরান প্রতাপগড়ী, ডক্টর এল হনুমানথাইয়া, শ্রীমতি ফুলো দেবী নেতাম, শ্রীমতি জেবি মাথার হিশাম এবং শ্রীমতি রঞ্জিত রঞ্জন। .