নিজস্ব সংবাদদাতাঃ ব্রাজিলের প্রেসিডেন্ট ইনাসিও লুলা দা সিলভা জানিয়েছেন, দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বৃষ্টিপাতের কারণে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। ইনাসিও লুলা দা সিলভা দক্ষিণ-পূর্বাঞ্চলের এলাকা পরিদর্শন করে বলেন, 'ভূমিধস ও বড় ধরনের বন্যার ঝুঁকিপূর্ণ এলাকায় আর ঘরবাড়ি নির্মাণ করা উচিত নয়।' সাও পাওলো রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়াবহ বৃষ্টিপাতের কারণে ৩৬ জন নিহত হওয়ার পাশাপাশি আরও চারজন নিহত হয়েছে, তবে ৩৬ জন লোক নিখোঁজ থাকায় আরও হতাহতের খবর পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।