নিজস্ব সংবাদদাতাঃ এয়ারপোর্টে জনসমুদ্র, প্রাণ হাতে করে বিমানে ওঠার মরিয়া চেষ্টা আফগানদের। সোমবার সেই দৃশ্য দেখে গোটা বিশ্ব শিউরে উঠেছিল। পড়িমড়ি করে বিমান উঠে দেশ ছেড়়ে পালানোর সেই ছবি অত্যন্ত হৃদয় বিদারক। মার্কিন বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার কার্গো বিমানে কাতারে কাতারে আফগান বাসিন্দা ওঠার চেষ্টা করেন। অনেকেই বিফল হন, কেউ কেউ নিজেদেক চাকা-ডানার সঙ্গে বেঁধে বিমানের সঙ্গে লেগে থাকার চেষ্টা করেন। মার্কিন বায়ুসেনা তাদের বিশেষ তদন্ত রিপোর্টে জানিয়েছে, সোমবারের ঘটনায় বেশ কয়েকজন আফগান নাগরিকের মৃত্যু হয়েছে। তবে কতজনের মৃত্যু হয়েছে তা স্পষ্ট করেনি মার্কিন বায়ুসেনা। তারা জানিয়েছে, মানুষের দেহাবশেষ বিমানের চাকার সঙ্গে লেগে ছিল। কাতারের আল-উদেইদ বায়ুসেনা ঘাঁটিতে বিমান অবতরণের পর সেই দেহাবশেষ মেলে। তার মানে বেশ কয়েকজন মানুষ বাঁচার আশায় মরিয়া হয়ে চাকার সঙ্গে ঝুলেছিল। কিন্তু দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁদের। সব মিলিয়ে আতঙ্ক ও মৃত্যুপুরীর এক কারখানা হয়ে উঠেছে আফগানিস্তান।