তালিবানদের দখলে আফগান প্রদেশ, কী বলছেন কলকাতার কাবুলিওয়ালারা?

author-image
Harmeet
New Update
তালিবানদের দখলে আফগান প্রদেশ, কী বলছেন কলকাতার কাবুলিওয়ালারা?

কলকাতাঃ তালিবানদের দখলে আফগান প্রদেশ। বহু মানুষ নিজেদের ভিটে মাটি ছেড়ে প্রাণ রক্ষার তাগিদে ছুটে যাচ্ছেন অন্য দেশে। বাঁচার প্রাণপণ লড়াই চালাচ্ছেন সে দেশের বহু মানুষ। তাঁদের উদ্ধারের জন্য অনেক দেশই সাহায্যের হাত বাড়িয়েছে। হাত বাড়িয়েছে ভারতীয় সরকারও। এহেন অবস্থায় কি ভাবছে কলকাতায় বসবাসকারী কাবুলিওয়ালারা?

 কলকাতায় থাকা এক আফগান ব্যবসায়ীর মতে, 'আমরা পাকিস্তানকে বিশ্বাস করি না। এমনকি চিন ও আরবকেও না। বিগত বহু বছর ধরে ভারত আমাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করেছে। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই আমাদের আফগান ভাই-বোনদের সাহায্য করতে পারবেন।' 

বর্তমানে আফগান প্রদেশের পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন জাহির খান নামের ওই আফগান ব্যবসায়ী। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে কলকাতায় রয়েছেন।