নিজস্ব সংবাদদাতাঃ তালিবানরা বামিয়ানে নিহত হাজারা নেতা আবদুল আলী মাজারির মূর্তি উড়িয়ে দিয়েছে, যা তার পূর্ববর্তী মেয়াদে বামিয়ান বুদ্ধদের ধ্বংসের এক ভয়াবহ স্মারক। মাজারি একজন হাজারা নেতা ছিলেন যাকে ১৯৯৫ সালে তালিবানরা মৃত্যুদণ্ড দেয়। বছরের পর বছর ধরে তালিবানরা বারবার হাজারাদের উপর আক্রমণ করে আসছিল। হাজারারা একটি জাতিগত গোষ্ঠী যা মূলত আফগানিস্তানের পার্বত্য কেন্দ্রীয় অঞ্চলে কেন্দ্রীভূত যা হাজারজাত নামে পরিচিত।