নিজস্ব সংবাদদাতাঃ বর্ডার-গাভাস্কার ট্রফি থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। চোট থেকে সেরে উঠতে না পারায় হ্যাজেলউড দেশে ফিরবেন বলে সোমবার জানিয়েছে দলটি। অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত ৫৯ টি টেস্ট খেলা হ্যাজেলউড জানুয়ারিতে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে চোট পেয়েছিলেন। দলের এক মুখপাত্র জানিয়েছেন, নির্বাচক ও মেডিকেল স্টাফদের আলোচনার পর বুধবার স্কোয়াডে পরিবর্তনের কথা ঘোষণা করা হবে।