নিজস্ব সংবাদদাতা:দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়ার একদিন পর সোমবার উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসআরবিএম) নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, তারা দক্ষিণ পিয়ংগান প্রদেশের সুকচোন এলাকা থেকে সোমবার সকালেই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।