মাদক পাচারকারীকে ইতালিতে ফেরত পাঠাবে ইন্দোনেশিয়া

author-image
Harmeet
New Update
মাদক পাচারকারীকে ইতালিতে ফেরত পাঠাবে ইন্দোনেশিয়া

নিজস্ব সংবাদদাতাঃ ইন্দোনেশিয়ার বালিতে আটক ইতালীয় ও অস্ট্রেলীয় দ্বৈত নাগরিক আন্তোনিও স্ট্রাঙ্গিওকে ইতালিতে ফেরত পাঠানো হবে। পুলিশ কমিশনার আংগাইতো হাদি প্রাবোভো বলেন, '২০১৬ সালে ১৬০ কেজি গাঁজা বিক্রি এবং ইতালির এনড্রাঙ্গেটা সংগঠিত অপরাধ সিন্ডিকেটের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৩২ বছর বয়সী স্ট্রাঙ্গিওর বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।' তিনি বলেন, "রোমের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর সঙ্গে সমন্বয়ের পর তাকে অবিলম্বে ইতালিতে পাঠাতে হবে। তাকে এখান থেকে ইতালিতে হস্তান্তর করা হবে এবং সেখানে রায় না আসা পর্যন্ত তাকে তার মামলার জবাবদিহির আওতায় আনা হবে।"