নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। সরকারের আসনে ফিরেছে তালিবান রাজ।
ফলে দেশ জুরে তৈরি হয়েছে ভয়ের ত্রাস। দেশ ছেড়ে পালাতে মরিয়া হয়ে উঠেছে আফগান জনগন।
এইবার পরিস্থিতি সামাল দিতে ২৪ আগস্ট বিশেষ বৈঠকের ডাক 'জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে'র। কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছে, এই বৈঠকে তালিবান রাজে আফগান জনগনের মানবাধিকার বিষয়ে আলোচনা করা হবে।
যদিও, ইতিপূর্বেই তালিবান সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই তালিবান পূর্বের মত নয়। বর্তমান আধুনিকতার সঙ্গে তাল মিলিয়েই চলবে তালিবান শাসন। যেখানে নারী পুরুষ বিভেদ মিটিয়ে সকলের অধিকারের ওপর গুরুত্ব দেওয়া হবে।