আফগানিস্তান শান্তি রক্ষার্থে বিশেষ বৈঠক জাতিসংঘের

author-image
Harmeet
New Update
আফগানিস্তান শান্তি রক্ষার্থে  বিশেষ বৈঠক জাতিসংঘের

নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। সরকারের আসনে ফিরেছে তালিবান রাজ। 



Taliban sweep into Afghan capital after government collapses



ফলে দেশ জুরে তৈরি হয়েছে ভয়ের ত্রাস। দেশ ছেড়ে পালাতে মরিয়া হয়ে উঠেছে আফগান জনগন। 



Expected Afghan influx reopens divisions over refugees in Europe | Refugees  | The Guardian



এইবার পরিস্থিতি সামাল দিতে ২৪ আগস্ট বিশেষ বৈঠকের ডাক 'জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে'র।  কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছে, এই বৈঠকে তালিবান রাজে আফগান জনগনের মানবাধিকার বিষয়ে আলোচনা করা হবে।



US immigration advocates urge swift evacuation of Afghans | Taliban News |  Al Jazeera



 যদিও, ইতিপূর্বেই তালিবান সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই তালিবান পূর্বের মত নয়। বর্তমান আধুনিকতার সঙ্গে তাল মিলিয়েই চলবে তালিবান শাসন। যেখানে নারী পুরুষ বিভেদ মিটিয়ে সকলের অধিকারের ওপর গুরুত্ব দেওয়া হবে।