'২০০০ কোটি টাকার বিনিময়ে শিবসেনা নাম ও প্রতীক পেয়েছে শিন্ডে গোষ্ঠী'

author-image
Harmeet
New Update
'২০০০ কোটি টাকার বিনিময়ে শিবসেনা নাম ও প্রতীক পেয়েছে শিন্ডে গোষ্ঠী'

নিজস্ব সংবাদদাতাঃ শিবসেনার প্রতীক নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন সঞ্জয় রাউত। উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত রবিবার দাবি করেছেন যে শিবসেনা দলের নাম এবং প্রতীক তীর-ধনুক কেনার জন্য ২,০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবিরের বিধায়ক সদা সারভাঙ্কর এই দাবি প্রত্যাখ্যান করেছেন এবং জিজ্ঞাসা করেছেন যে সঞ্জয় রাউত ক্যাশিয়ার কিনা। রবিবার সঞ্জয় রাউত একটি টুইটে দাবি করেছেন, '২,০০০ কোটি টাকা একটি প্রাথমিক পরিসংখ্যান এবং এটি ১০০ শতাংশ সত্য। ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ এক কর্তা আমাকে এটা বলেছে।' রাজ্যসভার সদস্য আরও বলেন বলেন, তাঁর দাবির সমর্থনে প্রমাণ রয়েছে, যা তিনি শীঘ্রই প্রকাশ করবেন।