পাকিস্তানে ঘৃণার শিকার খ্রিস্টানরা

author-image
Harmeet
New Update
পাকিস্তানে ঘৃণার শিকার খ্রিস্টানরা

​নিজস্ব সংবাদদাতাঃ ফের ভিন্ন ধর্মের প্রতি ঘৃণা প্রকাশের অভিযোগ পাকিস্তানে। সম্প্রতি পাওয়া একটি তথ্য অনুসারে, পাকিস্তানে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের ওপর বেড়ে চলেছে ঘৃণা প্রকাশ।


The neverending plight of Christians in Pakistan | Human Rights | Al Jazeera

 তথ্য মতে, পাকিস্তানের প্রধান ধর্মাবলম্বী জনগণের একাংশ খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের প্রতি 'চুরাহা','কাফির' এই জাতীয় শব্দের ব্যবহার করছেন। যার অর্থ নাস্তিক বা ধর্মদ্রোহী। এছাড়াও কর্মক্ষেত্রে ভিন্ন ধর্মের প্রতি বৈষম্য বৃদ্ধি পাচ্ছে।  


Pakistan: death sentence of Christian couple overturned - Vatican News