নিজস্ব সংবাদদাতা: শনিবার রাশিয়ার তরফে কৃষ্ণ সাগর থেকে ইউক্রেনকে লক্ষ্য করে ৪ টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। ক্ষেপণাস্ত্রগুলি কালিব্র-টাইপ ক্রুজ ক্ষেপণাস্ত্র বলে জানানো হয়েছে।
ইউক্রেনের তরফে বিমান প্রতিরক্ষা দ্বারা দুটি ক্ষেপণাস্ত্র বাধা দেওয়া হয়েছে। এই বিষয়ে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাক জানিয়েছেন, রাশিয়া দখলকৃত অঞ্চলের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।