নিজস্ব সংবাদদাতা : শনিবার সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিললেও তার তেজ কম। দুপুরে কলকাতার কিছু অংশ ও জেলার উপকূলবর্তী এলাকাগুলি ভিজলো বৃষ্টিতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ওড়িশা-ছত্তিশগড়ের ওপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর জেরেই আকাশ মূলত মেঘলা। তবে বসন্তে বৃষ্টির আগমন ঘটলেও শীত ফেরার সম্ভাবনা নেই।