ভাড়া করা শিক্ষকরা স্কুল চালালেও ঝাড়ু দিচ্ছে পড়ুয়ারা!

author-image
Harmeet
New Update
ভাড়া করা শিক্ষকরা স্কুল চালালেও ঝাড়ু দিচ্ছে পড়ুয়ারা!

নিজস্ব সংবাদদাতা : বেনজির শিক্ষাব্যবস্থা কেতুগ্রামের কনকলতা জুনিয়র গার্লস স্কুলে। ভাড়া করা শিক্ষকরা চালাচ্ছেন স্কুল। আর ঝাড়ু দিচ্ছে পড়ুয়ারা। নেই পর্যাপ্ত শিক্ষক। ২ জন শিক্ষিকা থাকলেও প্রয়োজনের তাগিদে ভাড়া করা হয়েছে ২ জন শিক্ষককে। অভিভাবকরা ও স্কুল কর্তৃপক্ষ  ২ জন শিক্ষককে ভাড়া করেছে বলে খবর।এদিকে স্কুলে ঝাড়ুদার না থাকায় স্কুলের পড়ুয়ারাই ঝাড়ু দেয় প্রত্যহ। অভিযোগ, মিড ডে মিল দেওয়ার পরই ছুটি হয়ে যায়। বন্ধ হয়ে যায় পঠন-পাঠন। ঘটনার কথা চাউর হতেই মহকুমা শিক্ষা আধিকারিকের দাবি, ভাড়া করে শিক্ষক নিয়োগ করা যায় না। ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। বলেছেন, বিষয়টি শিক্ষা দফতরে জানানো হবে।