নিজস্ব সংবাদদাতাঃ কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর তিন বছরের মধ্যে প্রথমবারের মতো শনিবার তাইওয়ানে পৌঁছেছেন একদল চীনা কর্মকর্তা। তাইওয়ান সরকারের আমন্ত্রণে চলতি সপ্তাহে তাইওয়ান সরকার তাইপেইয়ের লন্ঠন উৎসবে যোগ দিতে চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের উপ-প্রধান লিউ জিয়াওডংয়ের নেতৃত্বে ছয় কর্মকর্তার সফরের অনুমতি দিয়েছে। তাইপের শহরতলীর সংশান বিমানবন্দরে পৌঁছানো লিউ জিয়াওডংয়ের দলকে কঠোর নিরাপত্তার মধ্যে নিয়ে যাওয়া হয়। তাইওয়ানের স্বাধীনতাপন্থী সমর্থকদের একটি ছোট দল বিমানবন্দরের বাইরে লিউয়ের আগমনের প্রতিবাদ করে।